Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্প সমূহ

৪নং দেলুয়াবাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন প্রকল্পের তালিকা নিম্নরূপ:

 

এলজিএসপি প্রকল্পের তাণলকা-

১। ভবানিপুর শ্রীধরপুর রাস্তায় ভবানীপুর এন্তাজ হাজীর বাড়ীর নিকট পুকুর ধারে রিটানিং ওয়াল নির্মাণ। বরাদ্দকৃত টাকার বরাদ্দকৃত টাকার পরিমান ৭৫,০০০/-।

২। বখতিয়ারপুর দুর্গাপুর রাস্তায় তৈয়ব আলীর বাড়ীর নিকট পুকুর ধারে  রিটানিং ওয়াল নির্মান। বরাদ্দকৃত টাকার পরিমান ১,০০,০০০/-।

৩। পাঁচুবাড়ী কফের খামারুর বাড়ীর নিকটপুকুর ধারে রিটানিং ওয়াল নির্মাণ। বরাদ্দকৃত টাকার পরিমান ১,০০,০০০/-।

৪। নারায়নপুর আঃ জববারের  বাড়ীর নিকট পুকুর ধারে রিটানিং ওয়াল নির্মাণ। বরাদ্দকৃত টাকা ৯০,০০০/-।

৫। নামুদরখালী দুর্গাপুর রাস্তায় মিঠুর বাড়ীর নিকট পুকুর ধারে রিটানিং ওয়াল নির্মাণ । বরাদ্দকৃত টাকা ৮০,০০০/-।

 

৬। ৬নং ওয়ার্ডে হত দরিদ্রদের মাঝে স্বাস্থ্যসম্মত পায়খায়ানাসরবরাহ।

বরাদ্দকৃত টাকার পরিমান ৭৫,০০০/-।

৭। আমগ্রাম দছিমের বাড়ীর নিকট নতুন পুকুরের ধারে রিটানিং ওয়াল নির্মান। বরাদ্দকৃত টাকার পরিমান ১,০০,০০০/-।

৮। ইউনিয়নের বিভিন্ন গ্রামে দুস্থ মহিলাদের কুটির শিল্প ও সেলাই প্রশিক্ষণ ও বাস্তবায়ন সহায়তা প্রদান বরাদ্দকৃত টাকার পরিমান ৯০,০০০/-।

৯। বেড়া গ্রামের নাজিমের বাড়ীর নিকট পুকুর ধারে রিটানিং ওয়াল নির্মাণ। বরাকৃত টাকার পরিমান ৯০,০০০/-।

১০। ইউনিয়ন পরিষদের পরিদর্শন কক্ষের আসবাবপত্র ক্রয়। বরাদ্দকৃত টাকার পরিমান ৭৬,০০০/-।

 

 

টি,আর প্রকল্পের তালিকা-

 

১।আমগ্রাম পশ্চিমপাড়া মোজারের বাড়ীর নিকট জামে মসজিদ সংস্কার। বরাদ্দ ১ মে:ট:।

২। পাচুবাড়ী গফুরের বাড়ীর নিকট জামে মসজিদ সংস্কার। বরাদ্দ ১ মে:ট:।

৩। নামুদরখালী উত্তরপাড়া জামে মসজিদ সংস্কার। বরাদ্দ ১ মে:ট:।

৪। নারায়নপুর জামে মসজিদ সংস্কার। বরাদ্দ ১ মে:ট:।

৫। কুশাডাঙ্গা আফজালের বাড়ীর নিকট জামে মসজিদ সংস্কার। বরাদ্দ ১ মে:ট:।

৬। শ্রীধরপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ সংস্কার। বরাদ্দ ১ মে:ট:।

৭। পাচুবাড়ী উচ্চবিদ্যালয়ের ঘর সংস্কার।বরাদ্দ ১ মে:ট:।

৮।বখতিয়ারপুর শহীদ মিনার নির্মাণ। বরাদ্দ ১ মে:ট:।

৯। যুগিশো তোতারপাড়া চিলা পুকুর ধারে রিটানিং ওয়াল নির্মাণ বরাদ্দ ৪ মে:ট: প্রকল্প সভাপতি মো: জিয়াউর রহমান।

১০। তরিপতপুর ডাঙ্গীরপাড়া জামে মসজিদ নির্মাণ্ বরাদ্দ ১ মে: ট:।

১১। তিওরকুড়ি ওয়াক্তিয়া মসজিদ সংস্কার।বরাদ্দ ১ মে:ট:।

 

ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধর্মীয় প্রতিষ্ঠান সমূহে উন্নয়নের জন্য এই বরাদ্দ দেয়া হয়।এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের ঘর মেরামতের জন্যও এই বরাদ্দ দেওয়া হয়।প্রতিটি ওয়ার্ডের সদস্যগন তাদের ওয়ার্ডের মসজিদ সমূহের সমস্যার কথা চেয়ারম্যান সাহেবের নিকট তুলে ধরেন এভাবেই এই প্রকল্পের মাধ্যমে কাজ সমাধান করা হয়।

 

 

 

কাবিখার প্রকল্পের তালিকা-

 

১। বেড়া উত্তর পাড়া বাচ্চুর বাড়ীর নিকট ব্রিজ হইতে নাজিমুদ্দিনের বাড়ীর নিকট ব্রিজ পয্যন্ত রাস্তা সংস্কার্ ।

২। নারায়নপুর দায়েমের বাড়ী হইতে আংরার বিলের বট গাছ পয্যন্ত রাস্তা সংস্কার।

৩। তিওরকুড়ি কালাম মুন্সির বাড়ী হইতে ডাকাতিয়া বিরের ধার পয্যন্ত মাটির রাস্তা সংস্কার।

৪। আমগ্রাম তাজেরের বাড়ী হয়ে হোজা নদীর ধারে দিয়ে কুশা ডাঙ্গা পাকা সংযোগ সড়ক পয্যন্ত রাস্তা সংস্কার।

৫। কিশোরপুর পাকা রাস্তা হইতে এরশাদের বাড়ী পয্যন্ত কাচা রাস্তা সংস্কার।

৬। তেঘরিয়া পাকা রাস্তা হইতে আংরার বিলের রাস্তা সংস্কার।

 

কাবিখা ইউনিয়নের বিভিন্ন রাস্তায় মাটির রাস্তা সংস্কার এই প্রকল্পের প্রধান কাজ। ইউনিয়নের মেম্বারগন স্ব: স্ব: ওয়ার্ডের সমস্যা চেয়ারম্যান সাহেবের নিকট তুলে ধরেন। যার প্রেক্ষিতে সরেজমিনে তদন্ত করে কাবিখা প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন গ্রামে মাঠির রাস্তা সঙস্কার করা হয়।