Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
লক্ষনখলসী( বখতিয়ারপুর) তামলীর বাসা
স্থান
দেলুয়াবাড়ী ইউপির দক্ষিণ কোল এবং মালঞ্চী নদীর উত্তর কোল ঘেসে অবস্থিত।
কিভাবে যাওয়া যায়
রাজশাহী জেলার উত্তর-পুরব কোনে ২৫ কি ২৭ কিলোমিটার দুরে এবং দুর্গাপুর উপজেলা হতে উত্তর-পশ্চিম কোনে ৪ কিলোমিটার দুরে এবং দেলূয়াবাড়ী ইউনিয়নের দক্ষিণ ও মালঞ্চী নদীর উত্তরে অবস্থিত। রাজশাহী হতে সরাসরি অটো রিক্সায় আসা যায়।
বিস্তারিত

তামলীর বাসা নামে বর্তমানে যে ধ্বংসাবশেষ অবশিষ্ট আছে তা ১৭০০ সালের প্রথম দিকে ভারতের তামিল প্রদেশের সুদ ব্যবসায়ীরা তকনকার চলমান নদী মালঞ্চী যোগাযোগের মাধ্যম হিসেবে লক্ষন খলসী (বখতিয়াপুরপুর) গ্রামে ১টি দ্বিতল আবাসিক ভবন, ১টি দ্বিতল কাচারী বাড়ি,(সুদের হিসাব-নিকাশ সংরক্ষন, দায়দরবার মিটানোর ঘর)হিসেবে ১টি উপাসনালয় সহ মোট ৩টি ববন  নির্মাণ করেন।বৃটিশ শাসন আমলে আস্তে আস্তে তাদের ব্যবসায় ভাটা পড়ে এবং তারা নিজ দেশে চলে যায়।