দেলুয়াবাড়ী ইউনিয়নে কোন খাল নেই। তবে একটি নদী রয়েছে। মালঞ্চীনদীনামে পরিচিত। মালঞ্চ নদীটি বারানই নদীর শাখা নদী ছিল।অতীতে এই নদী চলমান ছিল এবংনৌকা যাতায়াতের উপযোগী ছিল । বর্তমানে নদীটি ভরাট হয়ে গেছে। বর্ষাকালে খণ্ড খণ্ড ভাবে পানি আটকে থাকলেও খরা মৌসুমে কোন পানি থাকে না।বর্ষা মৌসুমে বাধ বেধে কেউ কেউ মাছ চাষ করে।সংস্কার করলে মাছ চাষ সহ কৃষি কাজে অনেক সহায়ক হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস