দুর্গাপুর উপজেলাধীন ৪নং দেলুয়াবাড়ী ইউনিয়নের অধীন নামুদরখালী মৌজায় ১৯৮৫ সালে ততকালীন প্রেসিডেন্ট হুসেইন মুহম্মাদ এরশাদ এর শাসন আমলে গুচ্ছজ্রাম প্রতিষ্ঠিত হয়।নামুদরখালী গ্রামের মধ্যে যারা ভূমিহীন তাদের মধ্যে হতে ১৯ টি পরিবার গ্রচ্ছগ্রামে ঘরবাড়ী করে বসবাস করছে।এখানে সরকারী খাস জমির পরিমান দুটি দাগে ৭০+১৮=৮৮ শতক।গুচ্ছগ্রামের মাঝখানে একটি বড় দিঘী রয়েছে। যার আয়তন প্রায় ১২ বিঘা। উক্ত জলাশয়টি গুচ্ছ গ্রামের মো: ওছমান আলী লিজ গ্রহন করে এবং গুচ্ছ গ্রামের সকল পরিবার মাছ চাষ করে জীবিকা নির্বাহ করছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস