ইতিহাস
<p>৪নং দেলুয়াবাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রামে ছোট-বড় ২৬ টি ঈদগাহ রয়েছে। তার মধ্যে সব চেয়ে বড় ঈদগাহ হচ্ছে কিশোরপুর ঈদগাহ। এই ঈদ ময়দানে এক সাথে ২,০০০ মুসল্লী নামাজ আদায করতে পারে।আমশ-পাশের গ্রাম যথা- দেলুয়াবাড়ী, জায়গীরপাড়া, গুলালপাড়া, ভবানীপুরের মুসল্লীরাও এখানে ঈদের নামাজ পড়ার জন্য আসে। অতি প্রাচনি কাল থেকেই এই গ্রামের মানুষ ধর্মের প্রতি অনুরাগী। তাই তারা ধর্মীয় প্রতিষ্ঠান গঠনের ক্ষেত্রে আগ্রহশীল হওয়ার কারণে তারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান গঠন করে। এখানে নুরানী মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় সহ মসজিদ. ঈদগাহ অবস্থিত।</p>