ইউনিয়ন কৃষি উপসহকারী কর্মকর্তা গন সপ্তাহে ইউপিতে দুদিন বসেন এবং এখান থেকেই জনগন বিভিন্ন তথ্য পেতে পারেন।
কৃষি অফিসের সেবারধাপ সমূহ:
কি কি সেবা পাবেন
১।সঠিক মাত্রায় সার প্রয়োগ বিষয়ে পরামর্শ।
২।নতুন কুষি প্রযুক্তি ও যন্দ্রপাতি বিষয়ে পরামর্শ।
৩। ফসলের রোগ এবং রোগ বালাই দমনে সঠিক মাত্রায় কীট নাশক প্রয়োগ সম্পর্কিত পরামর্শ।
৪। সার ও কীট নাশকের প্রাপ্তিস্থান।
৫। কৃষি পণ্যের বাজার দর।
৫। কৃষি বিষয়ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ঠিকানা।
৬।পরিবেশ বান্ধব উৎপাদন কৌশল সম্পর্কিত তথ্য ও পরাম্র্শ।
৭। মাছের খামার তৈরিকরন, পোল্ট্রিফার্ম,গবাদি পশুর খামার ইত্যাদি বিষয়ক তথ্য ও পরামর্শ।
৮।কৃষি গবেশণা ও সম্প্রসারন জোরদার করন।
৯।কৃষকদের দক্ষ ও সম্প্রসারন সেবা দেওয়া।
১০। কৃষি বাণিজ্যিকীকরন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS