ইউআইএসসি অফিস পরিচিতি এবং তার মালামালের তালিকা এবং বর্তমান পরিস্থিতি।
ইউ.আই.এস.সি.: ৪নং দেলুয়াবাড়ী ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র, ডাকঘর: বখতিয়ারপুর, উপজেলা: দুর্গাপুর, জেলা: রাজশাহী।
উদ্যোক্তা | মালামাল |
মোঃ জাকির হোসেন,
| ইউআইএসসির মালামালের মধ্যে আছে-ডেক্সটপ কম্পিউটার ২টি,কালার প্রিন্টার ১টি,লেজার প্রিন্টার ১টি,স্ক্যানার মেশিন ১টি, হেডফোন ১টি, ওয়েবক্যাম ১টি পেসড্রাইভ ১টি, ফটোস্ট্যাট মেশিন ১টি, ল্যাপটপ ১টি, ডিজিটাল ক্যামেরা ১টি। |
ইউআইএসসি সেবাসমূহ:
এখানে আল্প খরচে নিম্নোক্ত সেবা সমূহ পাওয়া যায়
১। কম্পিউটার প্রশি¶ণ ৩ মাস ৬ মাস মেয়াদী।
২। ডিজিটাল ক্যামেরা দ্বারা মডেলিং/রঙিন এবং সাদা কালো ছবি তোলা ও ডেলিভারী দেওয়া হয়।
৩। আধুনিক হিট মেশিনে ফটোকপি করা হয়।
৪। ইন্টারনেট ব্রাউজিং সহ ইমেইলে তথ্য আদান প্রদান,বিভিন্ন স্কুল কলেজের পরীক্ষার ফলাফল প্রদর্শন ও সেগুলো প্রিন্ট এবং ভিপিও কন্ফারেন্স করা হয়।এখানে ইন্টারনেট হতে বিভিন্ন সরকারী ও বে সরকারী ফরম ডাউন লোড করে সরবরাহ করা হয়।
৫। কম্পিউটার কম্পোজ সহ বিভিন্ন অফিসিয়াল বায়োডাটা/চিঠি পত্র তৈরি ও নমুনা কপি প্রিন্ট করা হয় এবং প্রশ্ন পত্র তৈরি করা হয়।
৬। মিমোরীতে অডিও ভিডিও গান ও রিং টন ডাউন লোড করা হয়।
৭। এখানে অন লাইনে খতিয়ানের নকলের আবেদন করা হয়।
বর্তমান পরিস্থিতি:
প্রতিদিন গড়ে ২০০ টাকা আয় হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS