History
<p>দেলুয়াবাড়ী ইউনিয়নে ছোট- বড় বিভিন্ন ধরনের মসজিদ রয়েছে। এ এলাকার জনসাদারন খুবই ধর্ম প্রাণ। প্রতিটি গ্রাম এমনকি প্রতি পাড়া বা মহল্লায় অসংখ্য মসজিদ অবস্থিত। এমনি এক মসজিদ পাচুবাড়ী পাচ গম্বুজ মসজিদ।</p><p> </p><p>পাচুবাড়ী পাচগম্বুজ মসজিদের সংক্ষিপ্ত বর্ণনা: প্রাচীন কালে অত্র ইউনিয়নের জায়গীরপাড়া গ্রামের ভদু প্ররামানিক নামে এক লোক রেশমের গুটি কৃষকদের কাছ থেকে কম দামে কিনে কলকাতায় অনেক লাভে বিক্রয় করত। তার ব্যাবসায়ের কোন প্রতিদ্বন্দী না থাকায় তিনি প্রচুর অর্থের মালিক হন। তিনি নিজের জন্য মনোরম প্রসাদ তৈরি করেন। পরবর্তীতে তিনি এই মসজিদ তৈরি করেন।</p>