Title
পাচুবাড়ীস পাচ গম্বুজ মসজিদ
History
<p>পাচুবাড়ী পাচ গম্বুজ মসজিদ অত্রসইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় মসজিদ।প্রচীন কালে অত্র ইউনিয়নের ভদু প্রাং নামে এক তুত ব্যাসায়ী এই মসজিদটি তৈরি করেন। তিনি এলাকার কৃষকদের কাছ থেকে অল্প দামে রেশমের গুটি কিনে তা অধিক দামে ভারতে বিক্রি করতেন।তার ব্যবসার কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি প্রচুর অর্থের মালিক হন।যার ফলে তিনি নিজের জন্য সুরম্য অট্রালিকা তৈরি করেন। পরবর্তীতে তিনি এই মসজিদ তৈরি করেন।</p>